স্টাফ রিপোর্টার ।।
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই নতুন জল্পনার জন্ম দিলেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন সংক্রান্ত জটিলতার কারণে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হচ্ছে না সাকিবের। বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিবকে নেওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ দল। সাকিবের বাদ পড়া নিয়ে দল ঘোষণার আগে বিসিবি কোনো ইতিবাচক বার্তা পায়নি। ফলে তাঁকে বাদ দিয়েই দল গঠন করেছে নির্বাচকরা।

সাকিব আল হাসান
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। পরবর্তীতে দুইবার পরীক্ষা দিলেও ফলাফল নেতিবাচক এসেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, বৈধতার ছাড়পত্র না পেলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব।

সাকিব আল হাসান
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ জানুয়ারির মধ্যে দলে পরিবর্তনের সুযোগ থাকলেও সাকিবকে দলে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ। অবসর না নেওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে জল্পনা।