স্টাফ রিপোর্টার ।।
পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসারে, গ্রাহকের সঙ্গে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে তিনি এ অর্থ আত্মসাৎ করেছেন। একই সঙ্গে তাঁর স্ত্রী ও ছেলের নামে থাকা স্থাবর সম্পত্তির ওপর ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, নাফিজ সরাফাতের নামে গুলশানসহ বিভিন্ন এলাকায় ১০টি ফ্ল্যাট, ২০ তলাবিশিষ্ট একটি বাড়ি, পূর্বাচলে সাড়ে সাত কাঠার প্লট, এবং গাজীপুর ও বাড্ডায় ২৫ কাঠার জমি রয়েছে। তাঁর স্ত্রী ও ছেলের নামে আরও ফ্ল্যাট ও জমির খোঁজ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, দুর্নীতির মাধ্যমে এসব সম্পত্তি অর্জিত হয়েছে।
দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব সম্পত্তির সুনির্দিষ্ট তদন্ত চলছে। একই সঙ্গে তাঁদের স্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেছেন।