রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

মোল্লা কলেজে সংঘর্ষ ও ভাঙচুর : ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের আশ্বাস

by ঢাকাবার্তা
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের দৃশ্য।

স্টাফ রিপোর্টার ।। 

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন। আজ সোমবার বিকেল চারটায় কলেজের সামনের এলাকায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে এক আলোচনায় তিনি এ আশ্বাস দেন।

ছালেহ উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্রবেশে এই হামলা চালিয়েছে এবং লুটপাট করেছে। তিনি জানান, এই ঘটনায় মামলা হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, হামলার সময় পুলিশ সর্বাত্মক প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীরা একত্র হয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। এ ধরনের ঘটনা এলাকাকে অস্থিতিশীল করছে। পুলিশের উপকমিশনার স্থানীয় জনগণের সহায়তা চান এবং লুটপাটকৃত সামগ্রীর অবস্থান সম্পর্কে গোপন তথ্য দিতে অনুরোধ জানান।

আজ দুপুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েক শ শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা চালায়। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন চিকিৎসা নিচ্ছেন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা কলেজের আশপাশে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রথমে মোল্লা কলেজের শিক্ষার্থীরা হামলা চালায় এবং পরদিন পাল্টা হামলার ঘটনা ঘটে। কলেজের ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখা গেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে, যার মধ্যে কম্পিউটার, আসবাব এবং টাকাপয়সা লুটপাট অন্তর্ভুক্ত।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net