গাজীপুর প্রতিনিধি ।।
গাজীপুরের বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। আহত অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি হাবিব জানান, সংঘর্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন স্থানীয় হাসপাতালে এবং অন্যজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। আহতের সংখ্যা ৫০-৬০ জনের মতো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।