রবিবার, আগস্ট ৩, ২০২৫

বগুড়ায় এনসিপির সমাবেশে হাতাহাতি, ছুরিকাহতসহ আহত ৪

by ঢাকাবার্তা
সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

বগুড়া প্রতিনিধি ।।

বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে বুধবার বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন ছুরিকাহত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ স্লোগান দিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি শুরু হয়। এতে তিন দফায় সংঘর্ষ হয়।

বৈষম্যবিরোধী দুই পক্ষের মধ্যে মারামারি। বুধবার বিকেলে শহীদ টিটু মিলনায়তন চত্বরে

বৈষম্যবিরোধী দুই পক্ষের মধ্যে মারামারি। বুধবার বিকেলে শহীদ টিটু মিলনায়তন চত্বরে

আহতদের মধ্যে জুনায়েদ হোসেন (২১), তাহমীদ হোসেন (২৫), রিয়াদ হাসান (২৬) ও মো. তাওহীদ (১৯) নাম পাওয়া গেছে। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে জুনায়েদের নিতম্বে তিনটি এবং হাতে দুটি ছুরিকাঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল পুলিশ। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানিয়েছেন, আহতদের মধ্যে একজন ছুরিকাহত হয়েছেন। তবে পুলিশ সূত্র জানিয়েছে, সংঘর্ষের ঘটনা তারা প্রত্যক্ষ করেননি, কেবল ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

এনসিপি সূত্র জানায়, আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে জেলা এনসিপি ওই সমাবেশের আয়োজন করে। এনসিপির জেলা সংগঠক আহমেদ সাব্বির সামাজিক মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ একই সময় ও স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র মো. আইয়ুব বলেন, “আমরা বিপ্লবী চেতনার ধারক হয়ে এনসিপির অপচেষ্টাকে প্রতিহত করতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলাম।” তবে তিনি দাবি করেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

ঘটনার বিষয়ে এনসিপির জেলা সংগঠক আহমেদ সাব্বির বলেন, “একজন বহিষ্কৃত কেন্দ্রীয় নেতার কিছু সমর্থক এবং ছাত্র আন্দোলনের একাংশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। পরে তাদের প্রতিহত করে সমাবেশস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।”

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “এটি সংঘর্ষ নয়, হাতাহাতি ছিল। ছুরিকাঘাতের কোনো প্রমাণ আমরা পাইনি।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net