রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

উত্তরায় শহীদ পরিবারের সম্মেলন: শেখ হাসিনার ফাঁসি দাবি

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর উত্তরা আজমপুরে আয়োজিত জাতীয় বিপ্লবী পরিষদের সম্মেলনে শহীদ ছাত্রজনতার পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।

শহীদ পরিবারের অভিযোগ

শহীদ পরিবারের সদস্যরা জানান, সরকার তাদের ভুলে গেছে। শহীদদের হত্যায় অভিযুক্ত পুলিশ ও অন্যান্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শহীদ নাইমা ইসলামের মা আইনুন নাহার বলেন, “আমার মেয়েকে বাসায় রেখেও বাঁচাতে পারিনি। পুলিশ দেখলেই কান্না আসে।” শহীদ শাহরিয়ার হাসানের বাবা আবুল হাসান বলেন, “আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। অথচ আমাদের হুমকি দেওয়া হয়েছে।”

সম্মেলনের একটি দৃশ্য

সম্মেলনের একটি দৃশ্য

শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম বলেন, “দুই হাজার খুনীর বিচার চাই।” শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেন, “জুলাই আন্দোলন যৌক্তিক ছিল। এর ন্যায্য বিচার চাই।”

দাবি ও প্রস্তাবনা

সম্মেলনে শহীদ পরিবারের বিভিন্ন দাবির মধ্যে ছিল:

  • শহীদ পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া।
  • আহতদের উন্নত চিকিৎসা।
  • উত্তরায় শহীদস্মৃতি লাইব্রেরি ও শিশু একাডেমি প্রতিষ্ঠা।
  • আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিশুদের মানসিক সাপোর্ট।

উপস্থিতি ও নেতৃত্ব

গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান।

সংগঠনের বার্তা

সম্মেলনে শহীদ পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তাদের ন্যায্য দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net