সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সারজিসের গাড়িবহর ঘিরে এনসিপি-তে বিতর্ক, প্রশ্ন তুললেন ডা. তাসনিম জারা

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।।

এনসিপি নেতা সারজিস আলম নিজ এলাকায় ১০০ গাড়ির বিশাল বহর নিয়ে শোডাউন করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন দলেরই আরেক নেত্রী, ডা. তাসনিম জারা।

এক ফেসবুক পোস্টে ডা. জারা সারজিস আলমকে উদ্দেশ্য করে লেখেন, কিছুদিন আগেও তিনি নিজেকে আর্থিক সংকটে থাকা একজন নেতা হিসেবে তুলে ধরেছিলেন, অথচ এত বড় আয়োজনে তিনি কীভাবে সক্ষম হলেন, তা নিয়ে জনগণের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তিনি মনে করিয়ে দেন, এনসিপি স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে বিশ্বাসী এবং জনগণের কাছে বিষয়টির গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

তবে এ নিয়ে সারজিস আলমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ইস্যু দলের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net