কুবি প্রতিনিধি ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) প্রথম প্রহরে রেলওয়ে স্টেশনে থাকা মানুষদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাফায়েত সজল, শাখা ছাত্রদলের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রিয়াজ উদ্দিন অন্তর এবং একই শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান আরিফসহ আরও কয়েকজন।

খাবার বিতরণ করছে ছাত্রদল
এ ব্যাপারে ছাত্রদল কর্মী মাহফুজুর রহমান আরিফ বলেন, ‘রেলস্টেশনে অনেক অসহায় মানুষ থাকে যারা ঠিকমতো দুবেলা খাবার খেতে পারে না। তাদের থাকার জায়গা নাই। আমাদের এই উদ্যোগে উদ্দেশ্যে হচ্ছে তারা যাদে দুমুঠো খাবার খেতে পারে। আগামীতে আমরা আরও খাবার এবং পোশাক বিতরণ করব ইনশাআল্লাহ। আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে।’