বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানে উত্তাল কুবি

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।। 

ভারতের বাংলাদেশ সহকারী-হাইকমিশনে ‘হামলার’ প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একত্রিত হন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন:

“ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড় তাড়াতাড়ি”; “গোলামী না আজাদী, আজাদী আজাদী”; “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”; “হাইকমিশনে হামলা কেন, দিল্লি তুই জবাব দে”; “ভারতীয় আগ্রাসন, চলবে না চলবে না”; “মোদির দুই গালে, জুতা মারো তালে তালে”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোয়াইব হোসেন আল-আমিন বলেন, “ভারতে আজকে আমাদের হাইকমিশনে হামলা এবং পতাকাকে টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে, এটা আমাদের অস্তিত্বে আঘাত এনেছে। এজন্য আজ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনোপ্রকার চক্রান্ত করে, তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করব।”

গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রাহিম বলেন, “ভারতে যে হামলা হয়েছে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের কাছে আহ্বান জানাই, তারা যেন এর বিরুদ্ধে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করেন। যেখানে ভারতের হাইকমিশনে হামলা হয়েছে, সেখানে অন্যান্য দেশের হাইকমিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই আমি এতে জাতিসংঘের হস্তক্ষেপ আশা করছি।”

উল্লেখ্য, গত সোমবার (২ ডিসেম্বর) ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। জানা গেছে, হাইকমিশনের সামনে হিন্দু সংগ্রাম সমিতি আয়োজিত একটি সভার সময় এই ঘটনা ঘটে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net