রবিবার, মার্চ ১৬, ২০২৫

জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় শেষ হলো কুবির ‘নৃবিজ্ঞান সপ্তাহ-২০২৫’

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ‘নৃবিজ্ঞান সপ্তাহ-২০২৫’ জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সমাপ্ত হয়েছে। একই অনুষ্ঠানে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা হয়। এর আগে, গত ২৬ জানুয়ারি (রবিবার) ‘নৃবিজ্ঞান সপ্তাহ-২০২৫’ উদ্বোধন করা হয়, যেখানে পুরো সপ্তাহ জুড়ে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছিল।

সাংস্কৃতিক সন্ধ্যায় নৃবিজ্ঞান সপ্তাহের আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম বলেন, “আমাদের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি আয়োজন করেছে। শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও তারা অসাধারণ পারফরম্যান্স করেছে। নাচ, গান, বিতর্কসহ সব আয়োজনই দারুণ হয়েছে। আশা করি, ভবিষ্যতেও তারা নতুনত্ব বজায় রেখে আরও ভালো অনুষ্ঠান করবে।”

নৃবিজ্ঞান সোসাইটির সাধারণ সম্পাদক মানছুর আলম অন্তর বলেন, “নৃবিজ্ঞান বিভাগ বরাবরই ব্যতিক্রমী আয়োজন করে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলা সংস্কৃতিকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় নাচ, গান, খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।”

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net