শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

দৈনিক ভোরের কাগজ আবারও পুরোদমে চালু হচ্ছে

by ঢাকাবার্তা
ভোরের কাগজ

স্টাফ রিপোর্টার ।।

দীর্ঘ বিরতির পর আবারও চালু হলো দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয়। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রতিষ্ঠানটির অফিস খুলে দেওয়া হয়েছে এবং সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে ভোরের কাগজ জানায়, নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী ২০ জানুয়ারি থেকে প্রধান কার্যালয় বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২৭ মার্চ থেকে কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

প্রকাশনা বন্ধ না থাকলেও প্রধান কার্যালয় সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানিয়েছেন ডিজিটাল বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল। তিনি বলেন, বাহির থেকে সকল কার্যক্রম পরিচালিত হলেও এখন থেকে অফিস থেকেই নিয়মিত কার্যক্রম চালানো হবে।

এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ১৯৯২ সালে যাত্রা শুরু করা পত্রিকাটির প্রধান কার্যালয় বর্তমানে রাজধানীর মালিবাগে অবস্থিত।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net