স্টাফ রিপোর্টার ।।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক খাদ্যমন্ত্রী এবং ঢাকা-২ আসনের সাবেক এমপি কামরুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, কামরুল ইসলাম দেশে এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি আইন প্রতিমন্ত্রী থাকার সময় নিম্ন আদালতে কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন।
তাছাড়া, তিনি ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
কামরুল ইসলামের নামের সঙ্গে ৪৮/১, আজগর লেনে একটি চারতলা বাড়ি, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুর হাউজিং এস্টেটে চার কাঠা জমি এবং নিউ টাউনে ১০ কাঠা জমি রয়েছে। তাঁর দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িও রয়েছে।
এছাড়া, কামরুল ইসলাম নিজ নাম ও আত্মীয়-স্বজনের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।