রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

নির্বাচনের বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়তে পারে : তারেক রহমান

by ঢাকাবার্তা
তারেক রহমান। ছবি : হেনরি নিকোলস

স্টাফ রিপোর্টার ।। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের বিলম্ব হলে ষড়যন্ত্রের মাত্রা বাড়তে পারে। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার ও দেশি-বিদেশি প্রভুরা মিলিত হয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে আয়োজিত সম্মেলনটির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ২৫ বছর পর এই সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে বিভাগীয় কর্মশালারও আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, “বর্তমান সরকারের সংস্কারের কথা বিএনপিও সমর্থন করে, তবে সংস্কারের নামে ভোট বিলম্ব করা হলে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেওয়া হবে।” তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানান।

এছাড়া তিনি বলেন, “শুধুমাত্র জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব।”

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীসহ জাতীয় পর্যায়ের নেতারা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net