রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি

by ঢাকাবার্তা
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

স্টাফ রিপোর্টার ।। 

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কমিশনের দুই সদস্যের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে কমিশনের কার্যালয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে, তাদের আসার খবরে আগে থেকেই গেটে তালা দেয় কর্তৃপক্ষ।

পরে ভেতর থেকে কমিশন সচিব মাহাবুবুর রহমান খান জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আলোচনা চলছে মন্ত্রণালয়ে। নিরাপত্তাজনিত কারণে গেটে তালা দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রতিযোগিত কমিশনে ছাত্রদের একাংশ

বাংলাদেশ প্রতিযোগিত কমিশনে ছাত্রদের একাংশ

তবে শিক্ষার্থীরা বলছেন, এর আগেও আলোচনার জন্য এসেছিলেন তারা। আশানুরূপ ফল না পাওয়ায় আবার এসেছেন। শেখ হাসিনা সরকারের কিছু সুবিধাভোগী এখনও কমিশনে বহাল তবিয়তে রয়েছে। বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ এবং বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য, দাবি শিক্ষার্থীদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ জানান, যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত কমিশনের সামনে থেকে যাবে না শিক্ষার্থীরা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net