স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের দাবিতে আজ শনিবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।
কারওয়ান বাজারের পান্থকুঞ্জ এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রকল্পটি শুরু থেকেই দুর্নীতি ও অব্যবস্থাপনার মধ্যে পরিচালিত হচ্ছে। এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে। প্রকল্পের আওতায় হাতিরঝিলের জলাধার ভরাট করে এর পরিবেশ ও প্রাণবৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে।
মুখ্য দাবি ও অভিযোগ:
- হাতিরঝিল ভরাট বন্ধ করা।
- পিলার সরিয়ে জলাধারের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার।
- পান্থকুঞ্জ পার্কে গাছ কাটা বন্ধ করা।
- দেশীয় প্রজাতির গাছ লাগিয়ে জীববৈচিত্র্য রক্ষা।
- প্রকল্প পরিকল্পনাকারীদের জবাবদিহিতার আওতায় আনা।
সংগঠনের সমন্বয়ক আমিরুল রাজিব এক বিবৃতিতে বলেন, প্রকল্পটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিকল্পনা হাতিরঝিলের জলাধার এবং পার্কের গাছপালা ধ্বংস করছে।
অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তৃতা করেন পরিকল্পনাবিদ আদিল মোহাম্মাদ খান, পরিবেশকর্মী মিজানুর রহমান, আইনজীবী মাহবুবুল আলম, এবং লেখক শিমু নাসের। তারা উল্লেখ করেন, এই প্রকল্প সাধারণ মানুষের উপকার না করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করবে।