সোমবার, মার্চ ১৭, ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে

বাড়ির বিভিন্ন অংশে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে ভাঙচুর চলছিল এবং কিছু অংশে আগুন জ্বলছিল। বাড়ির দেয়ালে ‘স্বৈরাচার সাবধান’ লেখা দেখা গেছে।

by ঢাকাবার্তা
ধানমন্ডি ৩২ বাড়ি ভাঙার দৃশ্য

স্টাফ রিপোর্টার ।।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ অব্যাহত রয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্রপাতি দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙা হচ্ছে। বাড়ির সামনের অংশ তিনতলা পর্যন্ত গুঁড়িয়ে ফেলা হয়েছে।

ফজরের নামাজের পর থেকে এখানে আসা কয়েকজন প্রতিবাদকারী জানিয়েছেন, তারা স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না। ভাঙচুরের পর কিছু মানুষ উল্লাস প্রকাশ করেছেন।

বাড়ির বিভিন্ন অংশে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে ভাঙচুর চলছিল এবং কিছু অংশে আগুন জ্বলছিল। বাড়ির দেয়ালে ‘স্বৈরাচার সাবধান’ লেখা দেখা গেছে।

গত রাতে, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণা দেওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন এবং বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়।

গত জুলাই মাসে গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গতকাল বিকেলে ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যা রাতে বিক্ষোভকারীরা সেটা কার্যকরে পদক্ষেপ নেয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net