রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা টাইম ম্যাগাজিনের ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অব ২০২৫’ তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়াসে ড. ইউনূস অগ্রণী ভূমিকা রাখছেন—টাইমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

এই তালিকায় ‘লিডারস’ ক্যাটাগরিতে থাকা ২২ জনের মধ্যে ড. ইউনূস আছেন ষষ্ঠ অবস্থানে। তালিকার শীর্ষে আছেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, দ্বিতীয় স্থানে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ড. ইউনূস সম্পর্কে লেখাটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি স্মরণ করেন, কীভাবে ইউনূস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ চালু করেন, যার ৯৭ শতাংশই ছিল নারী। এই ঋণের মাধ্যমে তাদের আত্মমর্যাদা, ব্যবসায়িক উদ্যোগ এবং জীবনের মান উন্নয়নের সুযোগ তৈরি হয়।

হিলারি জানান, আরকানসাসের গভর্নর থাকাকালে বিল ক্লিনটনের সঙ্গে যুক্তরাষ্ট্রে এমন একটি কর্মসূচি চালুর জন্য ইউনূসের সহায়তা চান। সেই সময়ই তাদের প্রথম সাক্ষাৎ হয়।

টাইমের তালিকায় ড. ইউনূস ছাড়াও স্থান পেয়েছেন: ইলন মাস্ক, হিলারি ক্লিনটন, মার্ক জাকারবার্গ, রেশমা কেওয়ালরামানি, সেরেনা উইলিয়ামস, ডেমি মুর, মারিয়া কোরিনা ম্যাকাডো, আহমেদ আল শারা, লি জায়ে মুয়াং এবং রবার্ট এফ কেনেডি জুনিয়রসহ আরও অনেকে। টাইম তালিকাটি মোট ৬টি বিভাগে ভাগ করে তৈরি করেছে: আর্টিস্টস, আইকনস, লিডারস, টাইটানস, পাইওনিয়ার্স ও ইনোভেটর্স।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net