বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

দ্রুত সংস্কার ও নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে–কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথাগুলো বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ রোববার ভোরে দেশে ফিরেছেন তিনি।

by ঢাকাবার্তা
এনএইচকের সঙ্গে সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস

এনএইচকে ।। 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া এবং নির্বাচন আয়োজনের জন্য তার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন।

ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে এনএইচকের সাথে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

শেখ হাসিনার সরকার ১৫ বছর ক্ষমতায় থাকার পর আগস্টে ছাত্র আন্দোলনের ফলে পতিত হওয়ার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যা সুবিধাবঞ্চিত মানুষদের ছোট ও জামানতবিহীন ঋণ প্রদান করে থাকে। তিনি এবং তার ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

সাক্ষাৎকারে ইউনূস বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাজ যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হলে তা আয়োজন করা। তিনি আরও বলেন, “ব্যর্থতা আমাদের জন্য কোনো বিকল্প নয়।”

শেখ হাসিনা সরকারের পতনে বড় ভূমিকা রাখা ছাত্রদের কথা উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছে এই “বিপ্লবের” জন্য। তিনি তরুণ প্রজন্মকে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইউনূস আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ জাপানের সমর্থনের জন্য তারা আগ্রহী “এই অত্যন্ত সংকটময় সময়ে।” তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভাষান্তর : সবজান্তা সমশের

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net