বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বিপিএলের ব্যস্ত সূচি, বিগব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।। 

বিপিএল শুরুর আগে বড় ধাক্কা খেলেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার, যিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন, শেষ পর্যন্ত হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে পারবেন না। বিপিএলের ব্যস্ত সূচির কারণে তাকে দেশে থাকতে হবে।

রিশাদ ২১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহের জন্য বিগ ব্যাশে খেলার অনুমতি পেয়েছিলেন। তবে তার বদলি হিসেবে হোবার্ট হারিকেন্স ইতোমধ্যেই আফগান স্পিনার ওয়াকার সালামখিলকে দলে টেনেছে। সালামখিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত পারফর্ম করার পর এবার প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন।

তরুণ এই আফগান স্পিনার বলেন, ‘বিগ ব্যাশে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। হোবার্ট হারিকেন্সে যোগ দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত।’

সালামখিলের অন্তর্ভুক্তি নিয়ে হারিকেন্সের হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার সালিয়েন বিমস বলেন, ‘ওয়াকার দলে বৈচিত্র্য আনবে। যদিও আমরা রিশাদের মতো প্রতিভা মিস করব, তবে ওয়াকার আমাদের বোলিং আক্রমণকে শক্তিশালী করবে।’

হোবার্ট হারিকেন্স তাদের প্রথম ম্যাচ খেলবে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে। দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ম্যাথিউ ওয়েড, টিম ডেভিড, ক্রিস জর্ডান এবং শাই হোপ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net