শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে

মাহফুজ আলম বলেন, পরবর্তী কালে যাচাই-বাছাই করে যদি আরো টাকা দেওয়ার প্রয়োজন হয়, সেটাও করা হবে।

by ঢাকাবার্তা
কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্টাফ রিপোর্টার ।। 

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারকে পূর্ববাসনের জন্য ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এ টাকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, পরবর্তী কালে যাচাই-বাছাই করে যদি আরো টাকা দেওয়ার প্রয়োজন হয়, সেটাও করা হবে।

তিনি জানান, জুলাই আগস্ট মাসে যারা শহিদ হয়েছে শুধু তাদের পূর্ববাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পূর্ণবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আহতদের পূর্ণবাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আহতের যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয় সেটি করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনের একটি তালিকা প্রস্তুত হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটি করব।

তিনি বলেন, সরকারের তরফ থেকে আবার পরিস্কার স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন রকম গাফিলতি বরদাশত করা হবে না। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল হাসপাতলে বলে দেওয়া হয়েছে, তাদেরকে বিনা পয়সার চিকিৎসা দেওয়া হবে। তারপরও যারা পয়সা দিয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদের পয়সা ফেরত দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net