স্টাফ রিপোর্টার ।।
ফ্যাসিবাদী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে নবগঠিত রাজনৈতিক সংগঠন এনভায়রনমেন্টাল সিটিজেন ব্রিগেড (ইসিবি)।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার মহান যে উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আদর্শ ও চেতনা থেকে বহু আগেই বিচ্যুত হয়েছে ছাত্রলীগ।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র রাজনীতির নামে এতোদিন দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়ের পরিবেশ কায়েম করে রেখেছিল ছাত্রলীগ। খুন, ধর্ষণ, সহিংসতা এবং নানা অসামাজিক কার্যকলাপের মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতকে বিপন্ন করেছে এই সংগঠনটি। ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে এখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ, সুন্দর ও লেখাপড়ার পরিবেশ তৈরি সম্ভব হবে এবং সৃজনশীল উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে শিক্ষার্থীরা।
ছাত্রলীগ নিষিদ্ধ : প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছিল দেশের আপামর সচেতন নাগরিকের প্রাণের দাবি উল্লেখ করে কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট আকাশ খান স্বাক্ষরিত বিবৃতিতে ইসিবি বলে, আমরা বিশ্বাস করি, ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা হবে বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক শুরু, যা একটি শান্তিপূর্ণ ও নতুন যুগের পথ দেখাবে।