স্টাফ রিপোর্টার ।।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তথ্যগত ভুল থাকলে দ্রুত সংশোধনের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে এই আবেদন জমা দিতে হবে।
রবিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকায় সঠিক তথ্য নিশ্চিত করার জন্য এনআইডিতে থাকা ভুল সংশোধনের এ আহ্বান জানানো হয়েছে। সংশোধনের আবেদন না করলে ভোটার তালিকায় ভুল তথ্য থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে, ইসি নাগরিকদের সঠিক তথ্য নিশ্চিত করার বিষয়ে একাধিকবার গুরুত্বারোপ করেছে। এছাড়া, এনআইডি সংশোধনের জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে ভবিষ্যতে এর প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করেছেন।
নির্বাচন কমিশন ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সংশোধনের আবেদন করতে, যাতে পরবর্তী সময়ে ভোগান্তি এড়ানো যায়।