সোমবার, আগস্ট ৪, ২০২৫

প্রধান উপদেষ্টার অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

by ঢাকাবার্তা
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় ঈদগাহ ময়দানে আজ শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক, এবং কারি হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।

জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং সর্বস্তরের হাজারো মানুষ। ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা ঈদগাহ মাঠে প্রবেশ করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করেন খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক, যেখানে দেশ ও মুসলিম বিশ্বের কল্যাণে দোয়া করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, মানুষের সুস্থতা এবং ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম বিশ্বের শান্তির জন্য বিশেষভাবে দোয়া করা হয়। খুতবা ও মোনাজাত শেষে অধ্যাপক ইউনূস উপস্থিত মুসল্লিদের কাছে দেশ ও জনগণের কল্যাণের জন্য দোয়া চান এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

ঈদগাহ মাঠে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়। নারী মুসল্লিদের জন্যও ছিল আলাদা নামাজ আদায়ের সুযোগ। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

মোনাজাতরত প্রধান উপদেষ্টা

মোনাজাতরত প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে সকাল সাড়ে ছয়টা থেকেই মুসল্লিরা জড়ো হতে থাকেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁরা সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করেন এবং শ্রেণি-পেশা ভুলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন, মিলনের উষ্ণতায় মুখরিত হয় ঈদগাহ প্রাঙ্গণ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net