ডেস্ক রিপোর্ট ।।
ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া একহাতি ইশারায় বিতর্কে জড়ালেন ইলন মাস্ক। কিছু মানুষ এটিকে নাৎসি স্যালুট বলে দাবি করলেও মাস্ক এবং তাঁর ঘনিষ্ঠরা এই দাবি উড়িয়ে দিয়েছেন।
ইলন মাস্ক, যিনি বর্তমানে এক্স (প্রাক্তন টুইটার)-এর মালিক এবং স্পেসএক্স ও টেসলার প্রধান, ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় একহাতি ইশারা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, “আপনাদের জন্যই সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে,” এরপর তিনি একবার সামনে এবং পেছনের দর্শকদের উদ্দেশে এই ইশারা করেন।
অনলাইনে এ ইশারা নিয়ে বিতর্ক শুরু হয়। কেউ কেউ এটিকে নাজি স্যালুট বলে অভিহিত করেন। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ রুথ বেন-গিয়াত বলেন, এটি “নাজি স্যালুট এবং খুবই উগ্রপ্রকৃতির”। তবে অ্যান্টি-ডিফেমেশন লীগ এটিকে “আবেগময় মুহূর্তে দেওয়া একটি বিভ্রান্তিকর ইশারা” বলে উল্লেখ করেছে।
মাস্ক নিজেই এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাদের আরও ভালো অপপ্রচার কৌশল দরকার। ‘সবাই হিটলার’ ধরনের আক্রমণ খুবই পুরনো।”
মাস্কের ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রেয়া স্ট্রোপ্পা একটি পোস্টে এই ইশারাকে “রোমান স্যালুট” বলে উল্লেখ করেছিলেন, যা ইতালির বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি ব্যবহার করত। পরবর্তীতে স্ট্রোপ্পা পোস্টটি মুছে দিয়ে জানান, “ইলন মাস্ক আসলে তাঁর আবেগ প্রকাশ করতে চেয়েছিলেন এবং বলেছেন, ‘আমি আপনাদের আমার হৃদয় দিতে চাই’।”

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ইলন মাস্ক।
রাজনৈতিক প্রভাব:
মাস্কের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মতামত তাঁকে ডানপন্থী রাজনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করছে। জার্মানির উগ্র-ডানপন্থী আফডি পার্টি এবং যুক্তরাজ্যের রিফর্ম ইউকে পার্টির প্রতি সমর্থন জানিয়ে দেওয়া বক্তব্য তাঁর এই অবস্থানকে আরও জোরালো করেছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ডাভোস সম্মেলনে এই বিতর্ক নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “ইউরোপ ও জার্মানিতে মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে আমরা চরমপন্থী অবস্থানকে সমর্থন করি না।”
মাস্ক বর্তমানে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র এবং প্রেসিডেন্টের নতুন উদ্যোগ “সরকারি দক্ষতা বিভাগ”-এর সহ-নেতৃত্বের দায়িত্ব পালন করছেন।