স্পেসটেটর ।।
বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের স্টারশিপ উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে। মাঝ আকাশে বিস্ফোরণের পর সেটি ধ্বংস হয়ে যায়।
বৃহস্পতিবার উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মধ্যেই স্টারশিপ পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে তাতে আগুন ধরে যায়। চলতি বছরে এটি দ্বিতীয় স্টারশিপ, যাতে বিস্ফোরণ ঘটল।
স্টারশিপের বিস্ফোরণের পর আকাশে অগ্নিদগ্ধ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে, যার কারণে ফ্লোরিডা ও আশপাশের এলাকায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে মাত্র দুই মাস আগেও একই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিল আরেকটি স্টারশিপ। স্পেসএক্সের এই ব্যর্থতাকে ইলন মাস্কের মহাকাশ প্রকল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশে সকাল সাড়ে ছয়টা) টেক্সাসের বোকা চিকা থেকে ৪০৩ ফুট দীর্ঘ এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রাথমিক পর্যায়ে কোনও সমস্যা দেখা যায়নি। বুস্টার সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে ফিরে আসে। তবে কিছুক্ষণ পরই স্টারশিপের মূল অংশ নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে এবং একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুয়ট লাইভ ইভেন্টে বলেন, “দুর্ভাগ্যবশত, আগেরবারও একই ঘটনা ঘটেছিল। মনে হচ্ছে, আমাদের বেশ প্র্যাকটিস হয়ে যাচ্ছে।”
২০২৫ সালের মধ্যে মহাকাশ অভিযানে গতি আনতে চেয়েছিলেন ইলন মাস্ক। তবে পরপর দুটি ব্যর্থতার কারণে সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।