রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

গণমাধ্যম সংস্কারে সহযোগিতার আগ্রহ ইউরোপীয় ইউনিয়নের

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে ঢাকার তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন, অ্যাম্বাসেডর মাইকেল মিলার। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, প্রক্রিয়া এবং পরিধি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে মাইকেল মিলার অপতথ্য, অপপ্রচার, সাংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় ও বেসরকারি সম্প্রচারমাধ্যমের স্বচ্ছতা এবং আর্থিক কাঠামো নিয়ে আলোচনা করেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর স্বাধীন প্রেস কাউন্সিল প্রতিষ্ঠার অভিজ্ঞতাও তুলে ধরেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নিয়ে স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় কমিশন কাজ করছে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বার্ন্ড স্প্যানিয়ার এবং কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net