হবিগঞ্জ প্রতিনিধি ।।
হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চাঁদপুর জেলার বাসিন্দা মিজান গাজী, মাহফুজ মিয়া এবং রিয়াজ মিয়ার নাম জানা গেছে। এ ছাড়া আহত আরও দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, আকিজ ভেঞ্চার গ্রুপের কারখানায় গ্যাস লাইনের কাজ করছিলেন ঠিকাদারের কর্মীরা। সকাল ৯টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আরেকজন আহত ব্যক্তি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।