রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

কৃষকরা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড : ডোনাল্ড ট্রাম্প

by ঢাকাবার্তা
ডোনাল্ড ট্রাম্প ও ব্রুক রলিন্স

ঢাকাবার্তা ডেস্ক ।। 

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমেরিকার কৃষকরা সত্যিকার অর্থে আমাদের দেশের মেরুদণ্ড।” এই মন্তব্য করেন তিনি নতুন প্রশাসনের কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক রলিন্সকে মনোনীত করার ঘোষণা দিয়ে।

ব্রুক রলিন্স ডানপন্থী গবেষণা প্রতিষ্ঠান দ্য আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট-এর প্রধান নির্বাহী। ট্রাম্প তার বিবৃতিতে জানান, রলিন্স কৃষকদের সুরক্ষায় নেতৃত্ব দেবেন এবং দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সেনেট রলিন্সের মনোনয়ন অনুমোদন করলে তিনি কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন, যা এক লাখ কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে দেশের প্রতিটি কাউন্টিতে কার্যক্রম পরিচালনা করে।

যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় কৃষি উৎপাদন, পুষ্টি কার্যক্রম, খাদ্য নিরাপত্তা, বন ব্যবস্থাপনা, গ্রামীণ উন্নয়ন, গবেষণা এবং বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে। ২০২৪ অর্থবছরে এই মন্ত্রণালয়ের বাজেট ছিল প্রায় ৪৪ হাজার কোটি ডলার।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের কৃষকদের সমর্থন দেওয়া, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা এবং কৃষি-নির্ভর ছোট শহরগুলোকে পুনরায় সমৃদ্ধ করার প্রতি ব্রুকের অঙ্গীকার অতুলনীয়।”

ব্রুক রলিন্স

ব্রুক রলিন্স

উল্লেখ্য, রলিন্স ট্রাম্পের প্রথম মেয়াদকালে ডোমেস্টিক পলিসি কাউন্সিলের সভাপতি ছিলেন এবং তার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কৃষিমন্ত্রী হিসেবে তিনি বাণিজ্য চুক্তি, জৈব জ্বালানি, এবং গ্রামীণ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনকে দিকনির্দেশনা দেবেন।

আগামী বছর রলিন্স যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়নের আলোচনা পরিচালনা করবেন। এই চুক্তি নিয়ে বিতর্ক রয়েছে, কারণ মেক্সিকো জিএম ভুট্টা আমদানি বন্ধ করতে চায় এবং কানাডা ডেইরি পণ্যের ওপর কোটা আরোপ করেছে।

ট্রাম্পের মতে, রলিন্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net