সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু : তারেক রহমান

by ঢাকাবার্তা
তারেক রহমান। ছবি : হেনরি নিকোলস

স্টাফ রিপোর্টার ।। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে “গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু” হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে তারেক রহমান বলেন, “স্বৈরাচারী এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছিল এবং ৯০ এর আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার ঐক্যগত সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিবাদী শক্তি পরাস্ত হয়েছিল। শেখ হাসিনার দু:শাসনের পর আবারও গণতন্ত্রের পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”

তারেক রহমান উল্লেখ করেন, “এ সময়ে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ওপর একাধিক নির্যাতন নেমে এসেছিল, এবং জাতীয়তাবাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে নিপীড়ন করা হয়েছিল।”

এছাড়া, তিনি ৬ ডিসেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত করেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমান গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে অপশক্তি পুনরুত্থিত হতে না পারে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net