সোমবার, আগস্ট ১১, ২০২৫

ফ্যাসিস্ট শেখ হাসিনা গুপ্তহত্যার মূল হোতা : বিপ্লবী ছাত্র পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি

by ঢাকাবার্তা
ঢাবি ভিসির হাতে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি ।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে রবিবার বিকালে স্মারকলিপি প্রদান করে বিপ্লবী ছাত্র পরিষদ। স্মারকলিপিতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গুপ্তহত্যার মূল হোতা হিসেবে দাবি করে ভারত সরকারের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার আহবান জানানো হয়।

গুপ্তহত্যা বন্ধে বিশেষ বাহিনীর প্রস্তাব:
সংগঠনটি সরকারকে গুপ্তহত্যা বন্ধে একটি বিশেষ বাহিনী গঠন করে দোষীদের জঙ্গীদের মতো চিহ্নিত করে দমনের আহবান জানায়।

ঢাবি ভিসির প্রতিশ্রুতি:
ঢাবি ভিসি নিয়াজ আহমেদ বলেন, গুপ্তহত্যা বন্ধে সরকার ও পুলিশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও আশ্বাস দেন যে, বিশ্ববিদ্যালয়ের তহবিল সংকট থাকা সত্ত্বেও হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে।

স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধিরা:
স্মারকলিপি প্রদান করেন সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, যুগ্ম-আহ্বায়ক নিয়াজ আহমদ ও সদস্য সচিব মুহিব মুশফিক খান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও যুগ্ম-আহ্বায়ক আশরাফ উল্লাহ খান।

স্মারকলিপির বিষয়বস্তু:
স্মারকলিপিতে জানানো হয়, ৫ আগস্টের পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা উন্নত হলেও গোটা দেশে পরিস্থিতি ক্রমশ অবনতিশীল। এরমধ্যে দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন এবং অনেক শিক্ষার্থী হত্যার হুমকি পেয়েছেন।

নিখোঁজ ও হত্যার হুমকি:
সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাবি ছাত্র খালেদ হাসান নিখোঁজ হয়েছেন। এ অবস্থায়, ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে ভিসির প্রতি আহবান জানানো হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net