১৯৩
স্টামফোর্ড প্রতিনিধি ।।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফাতিনাজ ফিরোজ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।
ফাতিনাজ ফিরোজের মেয়ে ড. ফারাহনাজ ফিরোজ এ তথ্য জানিয়েছেন।
ফাতিনাজ ফিরোজ দীর্ঘদিন ধরে নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজের স্ত্রী। তিনি মৃত্যুকালে দুই কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।