রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ত্রুটিপূর্ণ বোলিং, সাকিবকে নিষিদ্ধ করেছে ইসিবি

by ঢাকাবার্তা
সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট ।। 

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং পরীক্ষায় তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এরপর থেকে ইসিবির আয়োজিত প্রতিযোগিতাগুলোতে সাকিব বোলিং করতে পারবেন না।

সাকিব গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলেন, যেখানে আম্পায়াররা তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ২ ডিসেম্বর তিনি পরীক্ষা দেন, যেখানে দেখা যায়, বল ডেলিভারির সময় তাঁর কনুই অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকছে।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সাকিব ৪৪৭টি ম্যাচে ৭১২ উইকেট নিয়েছেন। এর আগে তাঁর বোলিং অ্যাকশন কখনো প্রশ্নবিদ্ধ হয়নি। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে তাঁকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে তিনি বল করতে পারবেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net