স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর মিরপুর ৬ নম্বরের প্রশিকা মোড়ে বাটা শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা খায়রুল ইসলাম রনি জানান, রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিট রাত ১২টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, মিরপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।