সোমবার, আগস্ট ১১, ২০২৫

সচিবালয়ে আগুন বিপ্লব বিরোধী ষড়যন্ত্র : বিপ্লবী ছাত্র পরিষদ

by ঢাকাবার্তা
বিপ্লবী ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার ।। 

সচিবালয়ে আগুনের ঘটনাকে বিপ্লব বিরোধী ষড়যন্ত্র হিসেবে অভিযুক্ত করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সংগঠনটির দাবি, নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতা ছাড়া ১০ ঘণ্টা ধরে আগুন জ্বলা সম্ভব নয়, তাই সবাইকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ দাবি করেন। তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকেই সচিবালয়ে অস্থিরতা সৃষ্টি হয় এবং আনসার বিদ্রোহের নামে সচিবালয় দখল হয়। তবে বিপ্লবী ছাত্ররা সচিবালয় রক্ষা করেছিল। এরপর ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

কিন্তু, প্রশাসন ক্যাডাররা আন্দোলনে নামার ঘোষণা দেওয়ার পর পরই বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই ছাত্র উপদেষ্টা মো: নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যালয় ভস্মিভূত হয়। বিপ্লবী ছাত্র পরিষদ নেতারা জানান, এটি পরিষ্কার যে, আগস্ট বিপ্লবের ভ্যানগার্ড ছাত্র প্রতিনিধিদেরই টার্গেট করা হয়েছে।

তারা আরও দাবি করেন, অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বরখাস্ত করে তদন্তের আওতায় আনা জরুরি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net