সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ফুড পয়জনিং, বংশালে মাদ্রাসার ৫০ জন হাসপাতালে

by ঢাকাবার্তা
আল-জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসা

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর বংশাল এলাকার আল-জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় খাবার খেয়ে শিক্ষক ও শিক্ষার্থীসহ ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাত ৮টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, তাদের মাদ্রাসায় ১৭০ জন শিক্ষার্থী রয়েছে, যাদের বেশিরভাগই শিশু। শুক্রবার দুপুরে মাদ্রাসায় চিকেন বিরিয়ানি রান্না করা হয়, যা শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফরা খান। একই সময় বাইরের একটি সংগঠন থেকে বিফ বিরিয়ানি সরবরাহ করা হয়।

‘আমরা রাতের খাবারের জন্য সেই বিফ বিরিয়ানি রেখে দিই এবং রাতে সবাই একসঙ্গে তা খাই। শনিবার সকাল থেকে একেকজন অসুস্থ বোধ করতে থাকে,’ বলেন অধ্যক্ষ।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, সকালে ঘুম থেকে ওঠার পর তাদের অনেকের পাতলা পায়খানা, বমি, মাথাব্যথা ও পেটব্যথা শুরু হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, ধারণা করা হচ্ছে এটি ফুড পয়জনিংয়ের ঘটনা। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net