বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কুবিতে প্রথমবারের মতো ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ও আইটি সোসাইটির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সামিট-২০২৪’।

শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে হাসিন মাহতাব মাহিন ও হুরে জান্নাত অর্নার সঞ্চালনায় অতিথিদের বরণের মাধ্যমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়।

মধ্যাহ্ন বিরতির ফলে অনুষ্ঠানটি দুইটি ধাপে সম্পন্ন হয়। শত শত শিক্ষার্থীর উপস্তিতিতে প্রথম ধাপের শুরুতে বক্তব্য রাখেন গানচিল মিউজিক ও এএসআইএক্স-এর প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। শুরুতেই তিনি “তীর হারা এই ঢেউয়ের সাগর” গানের মধ্যে দিয়ে তার বক্তব্য শুরু করে। বক্তব্যের বিষয় ছিলো মানসিক দক্ষতা। লক্ষ্য অর্জনে কী কী মানসিক বাধা আসতে পারে এবং কীভাবে বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে হবে তা তিনি বক্তব্যে তুলে ধরেন। সকল সন্দেহ পেছনে ফেলে ‘আমি পারবো’ এই মনোবল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন এবং সবশেষে ‘দেখা হবে বিজয়ে’ গানের মধ্যে দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

For the first time, a career summit is being held at CU

কুবিতে প্রথমবারের মতো ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর নিজের ব্যক্তিজীবনের বিভিন্ন সংগ্রাম ও চড়াই-উতরাইয়ের ফলে কিভাবে আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন সেই গল্প ব্যক্ত করেছেন। এছাড়া, জীবনের সকল প্রতিবন্ধকতা দূর করে পরিশ্রম, অসীম ইচ্ছা এবং অধ্যবসায়ের মাধ্যমেই যে সফলতার শীর্ষে পৌঁছানো যায় এই ধরনের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

বিক্রয় ও বিপণন শাখার প্রধান, সুরায়া সিদ্দিকা নিজের গল্পে ও আড্ডায়, চাইলে নারীরাও যে সফল উদ্যোক্তা হতে পারে সেই উদাহরণ দিয়েছেম তাছাড়া, তিনি ‘সাবেরা আপার’ এক গল্পের মাধ্যমে বুঝিয়েছেন কিভাবে অন্যের গল্প বলে নিজের প্রোডাক্টসের মার্কেটিং করা সম্ভব এবং সেটি ফলপ্রসূ করা সম্ভব।

গ্রামীন ড্যানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, দর্শকদের দিকনির্দেশনা দিয়েছেন কিভাবে ‘লিডারশীপ’ গুণাবলী নিজের মধ্যে আনা যায়। তাছাড়া তিনি বলেন, পৃথিবীর কোনো মানুষ শতভাগ খারাপ অথবা শতভাগ ভালো না। তাই আমরা যদি কারো অন্ধ ভক্ত হয়ে যাই, তখন শুধু তার ভালো দিকগুলোই আমাদের চোখে পড়বে। কিন্তু আমাদের উচিত তার কাছ থেকে ভালো আইডিয়াগুলো নিয়ে সেগুলোর ওপর কাজ করা। তাই কাউকে ইনডিভিজুয়াল গুরু না মেনে যার যে কোয়ালিটি আছে সেগুলো একত্রিত করে ফলপ্রসূ করাই লিডারশিপের কাজ।

এছাড়া কিরনের প্রধান অপারেটিং কর্মকর্তা উপস্থিত থাকতে না পারায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ১০ মিনিটের এক ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় বিভিন্ন দিকনির্দেশনা প্রধানসহ দর্শকের মাঝে দুইটি প্রশ্ন প্রদান করেন। এমনকি দুইজন সঠিক উত্তরদাতাকে পুরস্কারও প্রদান করা হয়।

প্রধান আয়োজক ও স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি মো. মুজাহিদিল ইসলাম চৌধুরী বলেন, আজকের আয়োজন নিয়ে তিনি যেমন সন্তুষ্ট তেমনি উপস্থিত সকল অতিথি এবং শ্রোতারাও সন্তুষ্ট। তিনি আরো বলেন, ‘ক্যারিয়ার সামিট’ এর মতো এতো বড় একটি অনুষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে পারা অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিলো। আয়োজনটি সফল ভাবে সম্পূর্ণ করতে পারায় তিনি তার টিমের অন্যান্য সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও যেন এই আয়োজন চলমান থাকে এই আশা ব্যক্ত করেন।

এছাড়া, এই ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধূরী, নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, পারটেক্স গ্রুপের ব্যবসায় শাখার প্রধান সায়েদুল আজহার সারোয়ারসহ আরও অনেকে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net