বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিম কারাগারে

আদালত চত্বরে সোলায়মান সেলিম দুই হাত উঁচু করে চিৎকার করে বলতে থাকেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

by ঢাকাবার্তা
আদালত প্রাঙ্গণে সোলায়মান সেলিম

স্টাফ রিপোর্টার ।।

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে (Solaiman Salim) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চকবাজার থানায় দায়ের করা রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে আজ বৃহস্পতিবার বেলা ২টার পর ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এরপর তাঁকে এ মামলায় ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়। তবে মামলার মূল নথি মহানগর দায়রা আদালতে থাকায় রিমান্ডবিষয়ক শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। পরে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে সোলায়মান সেলিম দুই হাত উঁচু করে চিৎকার করে বলতে থাকেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের (Haji Salim) জ্যেষ্ঠ ছেলে।

হাজী সেলিম পরিবার

হাজী সেলিম পরিবার- বাঁ থেকে সালমান সেলিম, গুলশান আরা সেলিম (প্রয়াত), হাজী সেলিম, সোলায়মান সেলিম ও ইরফান সেলিম।

এর আগে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের অন্তত ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net