ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক (DCF) আশরাফুল ইসলাম আজ (১৩ জানুয়ারি ২০২৫) ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৫৬ সালের ১৬ আগস্ট রফিকুল ইসলাম এবং জিন্নাত আরার ঘরে জন্মগ্রহণ করেন। তার মানবসেবামূলক কাজ এবং প্রাণীদের প্রতি ভালোবাসার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী বিলকিস ইসলাম, মেয়ে কিসওয়াত ইসলাম এবং পুত্র সামিউল ইসলাম পোলাককে রেখে গেছেন। তার স্ত্রী বিলকিস ইসলাম ফরিদপুর পৌরসভার একজন সাবেক কমিশনার।
মরহুমের নামাজে জানাজা মাগরিবের পর অনুষ্ঠিত হয় এবং তাকে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।