স্টাফ রিপোর্টার ।।
সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক এমপি সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে আসা হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। আজ শুক্রবার সাধন মজুমদারকে আদালতে হাজির করার কথা রয়েছে। ডিবি সূত্র জানায়, সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
টানা চারবার এমপি ছিলেন সাধন চন্দ্র মজুমদার। তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। নানা অপকর্মে তাঁর সঙ্গী ছিলেন ভাতিজা রাজেশ মজুমদার, ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মনা, ছোট মেয়ে তৃণা মজুমদার এবং দুই জামাতা আবু নাসের বেগ ও নাসিম আহম্মেদ।
সূত্র জানায়, দুর্নীতির টাকার লেনদেন হতো মন্ত্রীর বেইলি রোডের সরকারি বাসায়। সেই বাসভবন সন্ধ্যা থেকেই খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার পদভারে গমগম করত। প্রকাশ্য নিলামের মাধ্যমে দরদাম ঠিক করে পছন্দমাফিক বদলি কিংবা পদায়ন নিতেন কর্মকর্তারা। প্রতি পদায়নে ৩০ লাখ থেকে সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত নিলাম উঠত।
এ ছাড়া ধান-চাল বেশি উৎপাদন হয়– এমন তালিকাভুক্ত জেলার বাইরেও যে কোনো স্থান ও পদে পদায়নের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হতো সাধন সিন্ডিকেটকে।