বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার

by ঢাকাবার্তা
সোলায়মান সেলিম। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকা-৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের (Bangladesh Awami League) সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে (Solaiman Salim) গ্রেফতার করেছে পুলিশ। সোলায়মান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের (Haji Salim) বড় ছেলে।  গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিম গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন রাত দেড়টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজী সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন।

শেখ হাসিনার সঙ্গে সোলায়মান সেলিম। ফাইল ফটো

শেখ হাসিনার সঙ্গে সোলায়মান সেলিম। ফাইল ফটো

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মো. সেলিম মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সোলায়মান সেলিম এবং বিপুল ভোটে নির্বাচিত হন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net