রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

৯৯৯ ক্লোন করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান পুলিশের

by ঢাকাবার্তা
৯৯৯

স্টাফ রিপোর্টার ।। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নম্বর ক্লোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পুলিশ সদর দপ্তর থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, ৯৯৯ থেকে কখনোই বিকাশ, নগদ, রকেটসহ কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন নম্বর চাওয়া হয় না। ৯৯৯ শুধুমাত্র নাগরিকদের জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে।

সতর্ক থাকার পরামর্শ
পুলিশ সাধারণ মানুষকে প্রতারকদের ফাঁদে পা না দিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা ব্যাংকের কার্ডের পিন নম্বর শেয়ার না করতে এবং প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট থানায় বা ৯৯৯-এ দ্রুত জানাতে বলা হয়েছে।

অতীত ঘটনার নজির
সম্প্রতি নম্বর ক্লোন করে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে প্রতারণার ঘটনাও ঘটেছে। পুলিশের একাধিক সতর্কবার্তা সত্ত্বেও প্রতারক চক্র নতুন কৌশলে মানুষের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন
প্রত্যেক নাগরিককে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net