ডেস্ক রিপোর্ট ।।
জম্মু ও কাশ্মীরে আবারও হামলার আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারণে রাজ্য প্রশাসন তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ৪৮টি জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঝুঁকি এড়াতে কাশ্মীরের মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে এই ৪৮টি স্থান আপাতত বন্ধ রাখা হয়েছে।
গত ২২ এপ্রিল অনন্তনাগের পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। সেই ঘটনার পর থেকেই উপত্যকাজুড়ে পুরোদমে চলছে সন্ত্রাসবিরোধী অভিযান। যদিও এখনও পেহেলগাম হামলার মূল অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি, তবে ইতিমধ্যে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি ভারতের।
গোয়েন্দা সূত্রে আশঙ্কা করা হচ্ছে, জঙ্গিরা ‘প্রত্যাঘাত’ করার ছক কষছে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি ‘স্লিপার সেল’ সক্রিয় হয়েছে বলেও খবর। জনপ্রিয় কোনও পর্যটনকেন্দ্রে আবারও হামলা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সেই সতর্কতার ভিত্তিতে মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে ৪৮টি পর্যটনকেন্দ্র। ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় ইতিমধ্যেই সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা-সহ একাধিক জনপ্রিয় পর্যটনস্থল বন্ধ রাখা হয়েছে। তবে গুলমার্গ, সোনমার্গ এবং ডাল লেকের মতো কিছু জায়গা এখনও খোলা রয়েছে, যদিও সেখানেও নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়েছে।
শ্রীনগর, ডোডা এবং কিশ্তোয়ার-সহ একাধিক অঞ্চলেও অভিযান জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, মাত্র ছয় দিনে উপত্যকার ৬০০টিরও বেশি জায়গায় অভিযান চালানো হয়েছে।