সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ফাইনালের পিচ পরীক্ষা করলেন গম্ভীর, রোহিত, কোহলি

by ঢাকাবার্তা
গৌতম গম্ভীর, রোহিত শর্মা ও বিরাট কোহলি

ডেস্ক রিপোর্ট ।।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে রবিবার। ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই একই পিচে, যেখানে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। গত দুই সপ্তাহ ধরে এই পিচ ফাইনালের জন্য প্রস্তুত করা হয়েছে।

শনিবার ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা অনুশীলনের ফাঁকে ফাইনালের পিচ পরীক্ষা করেন। দু’জনে বেশ কিছুক্ষণ পিচের পাশে দাঁড়িয়ে আলোচনা করেন। কিছু সময় পর রোহিত বিরাট কোহলিকেও সেখানে ডেকে নেন। তখন কোহলি সতীর্থদের সঙ্গে ফুটভলি খেলছিলেন। রোহিতের ডাকে সাড়া দিয়ে তিনিও পিচ পরিদর্শনে আসেন এবং আলোচনায় যোগ দেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় দলের এই তিন গুরুত্বপূর্ণ সদস্য প্রায় ২০ মিনিট ধরে পিচ নিয়ে আলোচনা করেন। ভারতীয় শিবির সূত্রে খবর, ফাইনালের উইকেট মন্থর হতে পারে এবং স্পিনারদের জন্য সহায়ক হবে। ব্যাটসম্যানদের জন্য বল ব্যাটে আসতে সময় নিতে পারে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় দল টস জিতলে কী করবে, একাদশ কীভাবে সাজানো হবে— এসব বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শিশিরের কথা মাথায় রেখে ভারতীয় দল রান তাড়ার পরিকল্পনা করতে পারে। তবে ভারতীয় দলের কেউ এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net