রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

দাম সহনীয় রাখতে সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার

সরকারের নেয়া এই পদক্ষেপগুলো রমজানে ভোজ্যতেলের মূল্য সহনীয় রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

by ঢাকাবার্তা
সয়াবিন তেলে ভরপুর মুদি দোকান। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পাম, সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলেও ভ্যাট ও অগ্রিম কর কমানো হয়েছে। সোমবার থেকে কার্যকর এই সিদ্ধান্ত চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিশোধিত তেলে ভ্যাট ছাড়ের পাশাপাশি সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের ওপর অগ্রিম করও মওকুফ করা হয়েছে।

সম্প্রতি সয়াবিন তেলের দাম বেড়ে বোতলজাত প্রতি লিটার ১৭৫ টাকা হয়েছে, যা আগে ছিল ১৬৭ টাকা। খোলা তেলের দাম লিটারে বেড়ে হয়েছে ১৫৭ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন এখন বিক্রি হচ্ছে ৮৬০ টাকায়।

রমজান মাসকে সামনে রেখে বাজার স্থিতিশীল করতে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে এবং রাইস ব্র্যান অয়েলের রপ্তানি নিয়ন্ত্রণে ২৫ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সরকারের নেয়া এই পদক্ষেপগুলো রমজানে ভোজ্যতেলের মূল্য সহনীয় রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net