বিশেষ প্রতিনিধি ।।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্য হতে পারে। তাকে নিয়ে নানা গুঞ্জনের মাঝে সর্বশেষ খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে ও কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত জানিয়েছে, খুব শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশের একটি ট্যাবলয়েডকে নিশ্চিত করেছে বলে জানা গেছে।
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে তারা দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যেই শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন, যার ফলে কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তিনি কোন অবস্থায় ভারতে রয়েছেন তা স্পষ্ট নয়, এবং ভারতের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।