রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হেফাজতের নেতারা

হেফাজত নিজেকে অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে, তবে এর নেতৃত্বে থাকা বেশিরভাগ ব্যক্তি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা।

by ঢাকাবার্তা
সাখাওয়াত হোসাইন রাজী, মুহিউদ্দীন রাব্বানী ও হাবিবুল্লাহ মিয়াজী

স্টাফ রিপোর্টার ।।

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে হেফাজতে ইসলামের অন্তত ২০ থেকে ২৫ জন নেতা নিজ নিজ দলের ব্যানারে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। যদিও হেফাজত নিজেকে অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে, তবে এর নেতৃত্বে থাকা বেশিরভাগ ব্যক্তি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করতে চান বলে তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে।

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, হেফাজতের নেতারা ব্যক্তিগত বা দলীয় ব্যানারে নির্বাচন করবেন, হেফাজত সংগঠন হিসেবে কোনো প্রার্থী দেবে না। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচন হলে ইসলামপন্থি প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে।

হেফাজত ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনের প্রস্তুতি বিষয়ে ঢাকাবার্তাকে বলেন, এখন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যখন দেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তখন দলীয় সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করবো।

ইতোমধ্যে ইসলামপন্থি দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাঁচটি ইসলামী দল নির্বাচনে একসঙ্গে লড়ার বিষয়ে একমত হয়েছে এবং আসন ভাগাভাগি বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। এসব দলগুলোর শীর্ষ নেতারাই হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন।

নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য বড় দলগুলোর অবস্থান দেখে ইসলামী দলগুলো চূড়ান্ত কৌশল ঠিক করবে বলে জানা গেছে। ফলে এখন পর্যন্ত প্রার্থী তালিকা বা ঘোষণা চূড়ান্ত নয়।

প্রার্থী হতে আগ্রহী নেতারা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। কেউ কেউ স্থানীয় পর্যায়ে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম বাড়িয়েছেন।

সম্ভাব্য প্রার্থীদের তালিকা ও আসনসমূহ

  • মাওলানা সাজেদুর রহমান – ব্রাহ্মণবাড়িয়া-২
  • মাওলানা মুহিউদ্দিন রব্বানী – ঢাকা-সাভার
  • মাওলানা ওবায়দুল্লাহ ফারুক – সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)
  • মুফতি মোহাম্মদ ফয়জুল করীম – বরিশাল-৫ (সদর)
  • মাওলানা মঞ্জুরুল ইসলাম – নীলফামারী
  • মাওলানা মনির হোসেন কাসেমী – নারায়ণগঞ্জ
  • মাওলানা আব্দুল বাছিত আজাদ – হবিগঞ্জ-২
  • ড. আহমদ আবদুল কাদের – হবিগঞ্জ (আরেকটি আসন)
  • মুফতি সাখাওয়াত হোসাইন রাজী – কুমিল্লা
  • মাওলানা জালাল উদ্দিন – মাদারীপুর
  • মাওলানা আতাউল্লাহ আমিনী – কিশোরগঞ্জ-ভৈরব
  • মাওলানা মুসা বিন এজহার – চট্টগ্রাম
  • এডভোকেট শাহিনূর পাশা চৌধুরী – সুনামগঞ্জ
  • মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী – ময়মনসিংহ
  • মাওলানা তালহা – নড়াইল
  • মাওলানা মুনতাসির আলী – সিলেট-২
  • মাওলানা নাসির উদ্দিন মনির – চট্টগ্রাম-হাটহাজারী
  • এডভোকেট জাহাঙ্গীর হোসেন – পটুয়াখালী
  • মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী – ঢাকা-২
  • মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী – মানিকগঞ্জ
  • মুফতি মুসতাকুন্নবী কাসেমী – লক্ষ্মীপুর
  • গাজী আতাউর রহমান – গাজীপুর
  • ড. মাওলানা শোয়াইব আহমাদ – সুনামগঞ্জ
  • অধ্যক্ষ আবু তাহের খান – ময়মনসিংহ
  • মাওলানা হোসাইন মোহাম্মদ শাহজাহান – চট্টগ্রাম-ফটিকছড়ি

প্রার্থীরা এখনো সরাসরি কোনো ঘোষণা দেননি। তবে তাদের রাজনৈতিক দল ও হেফাজত সংশ্লিষ্ট পরিচয়, মাঠপর্যায়ে প্রস্তুতি, ও জনসম্পৃক্ততা—সব মিলিয়ে তারা নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুত বলেই ধারণা করা হচ্ছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net