মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

দাবানলে পুড়ছে হলিউড, বাসিন্দাদের আতঙ্কের শেষ নেই

by ঢাকাবার্তা
পুড়ছে হলিউন, হেলিকপ্টার থেকে পানি ছিড়িয়ে নেভানোর চেষ্টা।

ডেস্ক রিপোর্ট ।। 

হলিউডের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। বিখ্যাত সানসেট বুলেভার্ডে স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় দাবানল শুরু হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আগুনে এরই মধ্যে প্রায় ৬০ একর পুড়ে গেছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘন ধোঁয়ার কারণে নিশ্বাস নিতে জামা দিয়ে মুখ ঢেকে রাখছেন মানুষ। অনেকে ব্যাগ ও স্যুটকেস হাতে নিয়ে নিরাপদ জায়গার খোঁজে ছুটছেন। রাস্তায় পায়জামা পরা অবস্থায়ও মানুষকে দেখা গেছে।

আনা ওয়াল্ডম্যান নামের এক নারী জানান, আগুনের গন্ধ পাওয়ার পর নিজের কুকুর ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘর ছেড়ে বের হন। ধোঁয়া ও আগুনের দ্রুত ধেয়ে আসা দেখে তিনি হতবাক। আরেক বাসিন্দা মাকাইলা জ্যাকসন বলেন, উদ্ধারকর্মীরা তাঁদের ঘর থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। তিনি তাঁর সন্তানসহ হলিউড হাইস্কুলের দিকে যাচ্ছিলেন, যেখানে আরও সাহায্য পাওয়া যাবে।

অগ্নিনির্বাপক দলের গাড়ি ও হেলিকপ্টার আগুন নেভাতে কাজ করছে। হেলিকপ্টার থেকে পানি ছিটানো হলেও ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে।

সর্বত্র ছড়িয়ে পড়ছে দাবানল

সর্বত্র ছড়িয়ে পড়ছে দাবানল

রয়টার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দাবানলে ইতিমধ্যে কয়েক হাজার একর জায়গা পুড়ে গেছে। প্রাণহানি হয়েছে অন্তত পাঁচজনের, ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি। এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

যেখানে একদিকে দাবানল ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে, অন্যদিকে হলিউড শহরতলিতে জীবন স্বাভাবিক। মানুষ নৈশভোজ করছেন, কেনাকাটা করছেন এবং কাজে বের হচ্ছেন।

দাবানলের ভয়াবহতা প্রতিনিয়ত বাড়ছে, আর বাসিন্দাদের আতঙ্কের শেষ নেই।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net