ডেস্ক রিপোর্ট ।।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্বেষ কখনোই মঙ্গলজনক ফল বয়ে আনবে না। তিনি সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ের সম্পর্ক ভালো এবং কোনো সমস্যা নেই।
সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা তখনই সম্ভব, যখন উভয় দেশে নির্বাচিত সরকার থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। এ ঘটনায় বাংলাদেশ-ভারত সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের এই আশ্রয় প্রদানের ব্যাপারে অসন্তুষ্ট।
সম্প্রতি ভারতের কাঁটাতারের বেড়া স্থাপন উদ্যোগ আরও উত্তেজনার সৃষ্টি করে। এসব ইস্যুতে ভারতের সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, ঠিক যেমনটা ভারত বাংলাদেশের জন্য। আমাদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।”
জেনারেল দ্বিবেদী জানান, ক্ষমতার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সাম্প্রতিক ভিডিও কনফারেন্সেও তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তবে যৌথ মহড়া সাময়িকভাবে স্থগিত রয়েছে, যা পরিস্থিতি উন্নত হলে পুনরায় শুরু হবে।
ভারতের সেনাপ্রধানের বক্তব্যে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার বার্তা গুরুত্ব পেয়েছে। রাষ্ট্রীয় সম্পর্কের জটিলতা সত্ত্বেও সেনাবাহিনী পর্যায়ের সম্পর্ক অটুট রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।