শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

হাতের কাজ করা কাপড় নিয়ে ‘হাউস অব বি’

by ঢাকাবার্তা
হাউস অব বি’র মালিক তামান্না মহসীন মৌ একজন ফ্যাশন ডিজাইনার, নিজেই কাপড়ের ডিজাইন করেন এবং সেগুলোতে দক্ষ কারিগরদের দিয়ে হাতে কাজ করান।

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর বারিধারায় অবস্থিত ফ্যাশন হাউস ‘হাউস অব বি’ সম্পূর্ণ হাতের কাজ করা কাপড় নিয়ে হাজির হয়েছে। এখানে পাকিস্তান ও ভারত থেকে আমদানি করা ফেব্রিকসে নিজস্ব কারিগর দ্বারা নকশা করা হয়।

ফ্যাশন হাউসটির মালিক তামান্না মহসীন মৌ, যিনি একজন ফ্যাশন ডিজাইনার। ২০২৩ সালের অক্টোবরে ‘হাউস অব বি’ যাত্রা শুরু করে। মৌ নিজেই কাপড়ের ডিজাইন করেন এবং সেগুলোতে দক্ষ কারিগরদের দিয়ে হাতে কাজ করান।

হাউস অব বি’র মালিক তামান্না মহসীন মৌ একজন ফ্যাশন ডিজাইনার, নিজেই কাপড়ের ডিজাইন করেন এবং সেগুলোতে দক্ষ কারিগরদের দিয়ে হাতে কাজ করান।

হাউস অব বি’র মালিক তামান্না মহসীন মৌ একজন ফ্যাশন ডিজাইনার, নিজেই কাপড়ের ডিজাইন করেন এবং সেগুলোতে দক্ষ কারিগরদের দিয়ে হাতে কাজ করান।

শো-রুমে দেখা যায়, ১০-১৫ জন কারিগর ব্যস্ত হাতে কাজ করছেন, পাশাপাশি কিছু কর্মী সেলাইয়ে নিযুক্ত। সামনে ঈদ থাকায় কাজের চাপ বেড়েছে, প্রতিদিন ১২-১৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে।

এখানে মেয়েদের জন্য সেলোয়ার, কামিজ, সারারা, কাপ্তান, কুর্তি সেট, কটি সেট, শার্ট, ইন্দো-ওয়েস্টার্নসহ বিভিন্ন পোশাক পাওয়া যায়। পোশাকের দাম ১০ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত।

প্রাথমিকভাবে বারিধারায় কার্যক্রম শুরু করলেও আসন্ন ঈদুল আজহার আগেই নতুন শো-রুম খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তামান্না মহসীন মৌ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net