৩২
ডেস্ক রিপোর্ট ।।
বলিউডে একের পর এক থ্রিলারধর্মী সিরিজ তৈরি হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জিফাইভে মুক্তি পায় ছয় পর্বের সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘মিথ্যা’। এটি নির্মাণ করেন রোহন সিপ্পি। এবার আসছে এ সিরিজের সিকুয়াল ‘মিথ্যা-দ্য ডার্কার চ্যাপ্টার’। সম্প্রতি প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলারেই বুঝিয়ে দেয়া হয়েছে আরো একটি হাড় হিম করা গল্প উপহার দিতে চলেছেন নির্মাতা।